বগুড়ার শেরপুরে নিজেকে সেনাবাহিনীর কর্ণেল দাবি করে ত্রাণ সামগ্রী পরিবহন ব্যয়ের নামে জনপ্রতিনিধিদের নিকট থেকে টাকা হাতিয়ে নেয়ায় আনোয়ার হোসেন ওরফে বাবুল খান (৫৮) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার ভোররাতে রংপুর শহরের বুড়িরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একই জেলার পীরগাছা উপজেলার পশ্চিম দেবু (আরজি দেবু) গ্রামের মৃত আব্দুস সাত্তার খানের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করে জানান, পুলিশি অভিযানে গ্রেফতার ওই প্রতারক নিজেকে বগুড়ার মাঝিড়া সেনানিবাসের কর্ণেল মহসীন রেজা পরিচয় দেয়।
এরপর এই উপজেলার চারজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানায়, করোনায় বিপর্যস্ত ব্যক্তিদের জন্য বরাদ্দকৃত ত্রাণের ট্রাক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিকল হয়ে পড়ে আছে। তাই ত্রাণ সামগ্রীগুলো বিকল্প পরিবহনে এই উপজেলায় আনতে হবে। এজন্য পরিবহন ভাড়ার জন্য টাকার প্রয়োজন। এসব কথা বলে ওই প্রতারক কৌশলে খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাবের নিকট থেকে ৩৬০০ টাকা, কুসুম্বী ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম পান্নার নিকট থেকে ২৬০০ টাকা, বিশালপুর ইউনিয়নের চেয়ারমান জাকির হোসেনের নিকট থেকে ২৬০০ টাকা ও সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ সরকারের নিকট থেকে বিকাশের (০১৭৩৭-৮১৫৬৯৬) মাধ্যমে হাতিয়ে নেয়। একপর্যায়ে এসব জনপ্রতিনিধিরা প্রতারিত হওয়ার বিষয়টি টের পান। পরে চেয়ারম্যানদের পক্ষ থেকে খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব ঘটনাটি জানিয়ে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং- ১৮৪।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাটি জানার পর থেকেই ওই প্রতারককে ধরতে অভিযানে নামে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃতকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে এই কর্মকর্তা জানান।