logo
আপডেট : ১৭ জুন, ২০১৯ ১৪:৪৩
ভারতে তিন ঘণ্টার বেশি এটিএমে টাকা না থাকলেই ব্যাংকের জরিমানা
অনলাইন ডেস্ক

ভারতে তিন ঘণ্টার বেশি এটিএমে টাকা না থাকলেই ব্যাংকের জরিমানা

এখন থেকে গ্রাহকেরা যখনই ব্যাংকের এটিএম বুথে যাবে তখনই টাকা পাবেন। কেননা এটিএম বুথে এখন থেকে তিন ঘণ্টার বেশি টাকা না থাকলেই ব্যাংকে গুনতে হবে জরিমানা।

সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (আরবিআই) এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। যেখানে বলা হয়েছে, অনেক সময়েই এটিএম-এ গিয়ে ফিরে আসতে হয় টাকা নেই বলে। এবার থেকে তিন ঘণ্টার বেশি এটিএম এ ক্যাশ না থাকলে উক্ত বুথের ব্যাংকে জরিমানা দিতে হবে। তবে জরিমানার হার কতো হবে সে বিষয়ে কিছুই বলা হয়নি বিবৃতিতে।

এছাড়া, এটিএম-এর সুরক্ষা বাড়ানোর ক্ষেত্রেও নির্দেশ দিয়েছে (আরবিআই)। নির্দেশে বরা হয়েছে, সমস্ত ব্যাংকের রিজার্ভ নিশ্চিত করতে হবে এবং এটিএম-এর দেওয়াল মাটির বা নীচের অংশ মাটির সঙ্গে স্পর্শ থাকতে হবে।