logo
আপডেট : ১৯ জুন, ২০১৯ ১১:৪২
সৌদি আরবের প্রথম নারী পাইলট ইয়াসমিন
অনলাইন ডেস্ক

সৌদি আরবের প্রথম নারী পাইলট ইয়াসমিন

মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরব। তবে সাম্প্রতিক সময়ে যেন একটু একটু করে খোলস থেকে বেরিয়ে আসতে শুরু করেছে দেশটি। সেই ধারাবাহিকতায় এবার সৌদি আরব বাণিজ্যিক বিমানে প্রথম নারী পাইলট নিয়োগ পেল। বিমান চালানোর লাইসেন্স পাওয়ার ছয় বছর পর বাণিজ্যিক বিমান চালানোর অনুমতি পেলেন ইয়াসমিন আল মাইমানি নামের ওই নারী।

ঐতিহাসিক এ অর্জনের পর এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের আনন্দের কথা জানিয়েছেন ইয়াসমিন। বিমানের ককপিটে বসা অবস্থায় একটি ছবি পোস্ট করে তার নিচে তিনি লিখেছেন- ‘আল্লাহকে ধন্যবাদ, আজ আমার স্বপ্নপূরণ হয়েছে।’

আল আরাবিয়ার খবরে বলা হয়, বৈমানিক হিসেবে জর্ডান থেকে যোগ্যতা অর্জন করার পর যুক্তরাষ্ট্রে ৩০০ ঘণ্টা বিমান ওড়ানোর রেকর্ড করেন ইয়াসমিন।

এদিকে ইয়াসমিন নেসমা এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। এই এয়ারলাইন্সটি সৌদি ও মিসরের বিভিন্ন স্থানে ফ্লাইট পরিচালনা করে থাকে।