logo
আপডেট : ১৯ জুন, ২০১৯ ১৩:৩৯
বিহারে এনসেফালাইটিসে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ১১১
অনলাইন ডেস্ক

বিহারে এনসেফালাইটিসে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ১১১

ভারতের বিহার রাজ্যে এনসেফালাইটিসে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। এই প্রাণহানির ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে জনস্বার্থে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের নামও রয়েছে বলে জানা গেছে।  

বিহারে বেশ কিছুদিন ধরেই এনসেফালাইটে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। এই রোগের প্রাদুর্ভাবের দু সপ্তাহ পর মঙ্গলবার মুজফফরপুরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। 

মূলত ১-১০ বছরের শিশুরাই এই রোগে আক্রান্ত হচ্ছে। সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেজন্য এই হাসপাতালে অতিরিক্ত ডাক্তার রাখা হয়েছে। 

জানা গেছে, এই মৃত্যুর ঘটনায় সরকারি ব্যর্থতার অভিযোগে সোচ্চার হয়েছে কংগ্রেস। নীতীশ কুমার এবং হর্ষ বর্ধনের পাশাপাশি বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে, স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আগামী ২৬ জুন সেই মামলা আদালতে উঠবে।