আপডেট : ৩০ এপ্রিল, ২০২০ ১৫:২৫
শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে ত্রাণ বিতরণ
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দরিদ্র ও দুঃস্থদের পুষ্টির জন্য ত্রান বিতারণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অসহায়দের মাঝে এসব সামগ্রী উপহার হিসাবে তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, পেয়াজ,লবণ ও তেল ত্রাণ হিসেবে ১০৫ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহবার হোসেন ছান্নু।
তিনি বলেন, করোনার কারণে আজ সবাই দুর্বিসহ জীবন যাপন করিতেছে। অনেক পরিবারের পুষ্টিকর খাবার পাচ্ছে না।
এসময় তিনি সমাজের বিত্তবাণদের এগিয়ে এসে অসহায়দের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভি পি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা.মোতারব হোসেন,উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু।