logo
আপডেট : ১৫ মে, ২০১৯ ১৪:২৭
সাতক্ষীরায় ট্রাক উল্টে চালক নিহত
অনলাইন ডেস্ক

সাতক্ষীরায় ট্রাক উল্টে চালক নিহত

সাতক্ষীরার কামাননগর বকচরা বাইপাস সড়কে ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। চালকের নাম মফিজুল ইসলাম (৩৫)। আজ বুধবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মফিজুল ইসলাম পোলট্রি ফিড ভর্তি ট্রাক চালিয়ে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে তার ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।