logo
আপডেট : ২২ জুন, ২০১৯ ২০:১৪
সিংড়ায় বিপুল পরিমাণ অস্ত্র ও ইয়াবাসহ মাদক সম্রাট রাঙ্গা গ্রেফতার
সিংড়া (নাটোর) প্রতিনিধি

সিংড়ায় বিপুল পরিমাণ অস্ত্র ও ইয়াবাসহ মাদক সম্রাট রাঙ্গা গ্রেফতার

নাটোরের সিংড়া উপজেলার কৈগ্রাম এলাকা থেকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মাসুদ রানা ওরফে রাঙ্গা (২৭) নামের এক ডাকাত ও মাদক সম্রাটকে বিদেশি পিস্তল, চারটি গুলি, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ১০ রকম দেশি-বিদেশি অস্ত্রসহ আটক করেছে পুলিশ।সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার এর নেতৃত্বে সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নেয়ামুল আলম অভিযানে অংশ নেয়।

সিংড়া থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কৈগ্রামের রাঙ্গার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে অস্ত্র ও ইয়াবাসহ রাঙ্গাকে আটক করে তাঁকে থানায় নিয়ে আসা হয়।এদিকে শনিবার সকাল ১১টায় সিংড়া থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার জানান, মাসুদ রানা রাঙ্গার বিরুদ্ধে সিংড়া, বগুড়া ও রাজশাহীর বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকের ৬টি মামলা রয়েছে। অস্ত্র ও ইয়াবা উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ওসি মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক নেয়ামুল আলম, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।