logo
আপডেট : ২২ জুন, ২০১৯ ২০:৫৪
বিরামপুরে ট্রাক ভর্তি সবজির ভিতর মাদক পাচার
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বিরামপুরে ট্রাক ভর্তি সবজির ভিতর মাদক পাচার

ট্রাক ভর্তি সবজির ভেতর বস্তায় করে ফেন্সিডিল পাচার কালে ৯২০ বোতল ফেন্সিডিল ও ৮৪০ টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি’র কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা।কাটলা বিশেষ ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম জানান, সীমান্তবর্তী হাকিমপুর উপজেলা থেকে একটি সবজি ভর্তি ট্রাকে করে ফেন্সিডিল আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর-হাকিমপুর সড়কে শুক্রবার দিবাগত রাত এগারোটায় অভিযান চালানো হয়। এ সময় ঐ ট্রাকটিকে আটকের পর তল্লাশি করে ১৬ বস্তা পটলের মধ্যে বিশেষ ভাবে রাখা ৯২০ বোতল ফেন্সিডিল ও ৮৪০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।