আপডেট : ১১ মে, ২০২০ ১৫:৩৮
নন্দীগ্রামে আশার পক্ষ থেকে ২০০ পরিবারে খাদ্য সহায়তা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে আশার পক্ষ থেকে ২০০ পরিবারের জন্য খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়েছে। ১১ই মে দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের নিকট এ খাদ্য সহায়তা হস্তান্তর করেন আশার ডিস্টিক্ট ম্যানেজার মামুন-অর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, আশার রিজিওনাল ম্যানেজার সেকেন্দার আলী, নন্দীগ্রাম ব্রাঞ্চ ম্যানেজার মহিদুল হক ও গোহাইল ব্রাঞ্চ ম্যানেজার ইমদাদুল হক প্রমুখ। করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের মাঝে আশার পক্ষ থেকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে আশা নন্দীগ্রাম ব্রাঞ্চ ম্যানেজার মহিদুল হক জানিয়েছে।