দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের ১২ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বহিষ্কার হওয়া ১২ নেতা হলেন- বাশার সিদ্দিকি (সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল), জহির উদ্দিন তুহিন (সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল), এজমল হোসেন পাইলট (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), ইকতিয়ার কবির (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), জয়দেব জয় (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মামুন বিল্লাহ (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), আসাদুজ্জামান আসাদ (সাবেক যুগ্ম সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), বায়েজিদ আরেফিন (সাবেক যুগ্ম সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), দবির উদ্দিন তুষার (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), গোলাম আজম সৈকত, (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), আব্দুল মালেক (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ) ও আজীম পাটোয়ারী (সাবেক সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ)।
বহিষ্কারকৃতরা গেল ১১ জুন থেকে বয়সসীমা বাতিল করে ধারাবাহিক কমিটির দাবিতে আন্দোলন করছেন। ওই দিন তারা দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেন।