লাইট হাউস ঢাকার বনানী কার্যালয়ে ঢাকা শহরের কুড়িল, পল্লবী, মোহাম্মাদপুর, কামারাঙ্গীরচর, কেরানীগঞ্জ সহ ১০টি এলাকার অতিদরিদ্র ভাসমান যৌনকর্মী এবং জামালপুর যৌন পল্লীর মোট ৩ শত নারী যৌনকর্মীদের মাঝে লাইট হাউস এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন লাইট হাউস এর উর্দ্ধতন কর্মকর্তাগণ। লাইট হাউস এর নির্বাহী প্রধান মো. হারুন অর রশীদ জানান, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা মহামারীর কারণে আমরা সবাই আর্থিক এবং মানসিক ভাবে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছি। কিন্তু এই মহামারি অতিদরিদ্র যৌনকর্মী জনগোষ্ঠীকে ঠেলে দিয়েছে আরো ভয়াবহ সংকটের মুখোমুখি। তাদের ভয়াবহ সংকটের এই মুহুর্তে লাইট হাউস যৌনকর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহন করেন।
তিনি আরও বলেন, সমাজের অবহেলিত মানুষদের পাশে সবসময় লাইট হাউস এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।