logo
আপডেট : ১৫ মে, ২০২০ ১৬:১৯
বিরামপুরে সোনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ
বিরামপুর, দিনাজপুর প্রতিনিধিঃ

বিরামপুরে সোনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

দিনাজপুরের বিরামপুরে সোনাবাহিনীর ফোরহর্স ইউনিটের মাধ্যমে হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন ফোরহর্স ইউনিটের দায়িত্বরত ক্যাপটেন আবু আহাদ হিমেল নিশ্চিত করেছেন। প্রতিদিনের এই ত্রাণ সোনাবাহিনী তাদের নিজ নিজ ইউনিট ও অনেক সময় বিদ্যানন্দন ও বাংলালিংক তাদের সহযোগিতায় ত্রাণ বিতরণ করছেন।

ক্যাপটেন আবু আহাদ হিমেল এর নেতৃত্বে বিরামপুর রেলগেট কলোনীতে হতদরিদ্র পরিবারকে খাদ্য বিতরণ করেন। এই খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, সুজি, ছোলাবুট, তেল, লবন, বিস্কিট। এসময় আবু আহাদ হিমেল বলেন এই করোনা ভাইরাসের জন্য মানুষ দীর্ঘদিন ঘর থেকে বাহির হইতে পারছে না।

এই করোনা ভাইরাসে যাতে কেউ আক্রান্ত না হয় বাড়িতে থাকে সেই জন্য সেনাবাহিনাীর যে কয়েকটি ইউনিট প্রতিটি উপজেলায় কাজ করছেন, সেখানে নিজ নিজ ইউনিটের তহবিল অনেক সময় বাহিরের কিছু সংস্থা যেমন বিদ্যানন্দন, বাংলালিংক আমাদের মাধ্যমে ত্রাণ বা অন্য কিছু সহযোগিতা করে ।

এছাড়া আরও বলেন ফোরহর্স ইউনিটের মাধ্যমে বিরামপুর,নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট সার্বক্ষণিক কাজ করছে প্রতিটি গ্রাম পাড়া, মহল্লা, বস্তি ও আদিবাসী এলাকায় খোজ খবর নিচ্ছি যাতে কেউ না খেয়ে থাকেন, তারই ধারাবাহিকতায় রেল কলোনীতে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

যতদিন এই করোনা ভাইরাস থাকবে আর সরকারি নির্দেশনা না আসবে ততদিন এভাবে ত্রাণ দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।