নওগাঁর রাণীনগরে প্রান্তিক কৃষক-কৃষাণীদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি তার ব্যাক্তিগত তহবিল থেকে প্রায় ৫হাজার চাষীদের মাঝে সবজির বীজ বিতরণের উদ্বোধন করনে।
শনিবার দুপুরে উপজেলার এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে কৃষি অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে বিতরণের প্রথম দিনে ২৫০জন কৃষক-কৃষাণীদের মাঝে উন্নত মানের বীজ বিতরণ করেন তিনি।
এসময় এমপি ইসরাফিল আলম বলেন, জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে হলে কৃষি বিভাগকে আরো আধুনিকরণ করতে হবে। মাঠ পর্যায়ে ধান চাষের পাশাপাশি এক খণ্ড জমি যাতে পড়ে না থাকে সেই জন্য প্রান্তিক পর্যায়ে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষনের মাধ্যমে সবজি চাষের দিকে আগ্রহ বাড়াতে হবে।আর্থিক ভাবে পরিবারে স্বালম্বী হওয়া এবং গুণগত মানের পুষ্টি গ্রহণের জন্য নানান জাতের শাকসবজি চাষের গতি আরো বাড়ানোর কোনো বিকল্প নেই। এই লক্ষ সামনে রেখে আমার ব্যাক্তিগত তহবিল থেকে দেশী-বিদেশী এবং স্থানীয় জাতের উন্নত মানের সবজির বীজ চাষীদের মাঝে পর্যায়ক্রমে বিতরণের উদ্বোধন করা হলো।