logo
আপডেট : ১৭ মে, ২০২০ ১৫:৪২
দুই দিনে ৪’শ পরিবারে ইফতার ও খাবার বিতরন আ’লীগ নেতা জুয়েলের
ষ্টাফ রিপোর্টার

দুই দিনে ৪’শ পরিবারে ইফতার ও খাবার বিতরন আ’লীগ নেতা জুয়েলের

বগুড়ায় করোনা দুর্যোগের কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় এবং পবিত্র মাহে রমজানের শুরু থেকে মাসব্যাপী পর্যায়ক্রমে সর্বমোট ৬ হাজার কর্মহীন ও অসহায় মানুষকে বাড়ি বাড়ি গিয়ে এবং শহরের বিভিন্ন স্থানে ভাসমান মানুষদের ইফতার ও একবেলার খাবার বিতরণ অব্যাহত রেখেছে বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আল রাজী জুয়েল।

যার ধারাবাহিকতায় শুক্রবার শাখারিয়া ইউনিয়নে এবং শনিবার পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডে দুই দিনে ৪’শ পরিবারের মাঝে তিনি বিতরণ করেছেন ইফতার ও একবেলার খাবার। শাখারিয়া ইউনিয়নের চালিতা বাড়ি, সোনাড়পাড়া, দক্ষিণপাড়া এলাকায় আল রাজী জুয়েলের পক্ষে ইঞ্জিনিয়ার রাসেল, নূর আলম, রায়হান সাজু, শিবলু এবং শনিবার ১৫ নং ওয়ার্ডের পুরান বগুড়া এলাকা, বটতলা, পালশাসহ আশেপাশের এলাকায় নূরে আলম লিংকন, জেলা ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ও আনোয়ারের মাধ্যমে উক্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পুুরো রমজানে এই ইফতার ও একবেলার খাবার বিতরণের উক্ত ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান করোনা দুর্যোগে শুরু থেকে মাঠ পর্যায়ে কাজ করে আসা তরুণ আওয়ামী লীগ নেতা আল রাজী জুয়েল।