বগুড়ায় প্রথমবারের মতো গঠিত হলো জেলা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন। শহরের ম্যাক্স মোটেলে নজরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে জেলার নেতৃস্থানীয় এবং সমৃদ্ধ হোটেল এবং মোটেল মালিকদের অংশগ্রহণে সামাজিক দূরত্ব বজায় রেখে এক মতবিনিয়ম সভার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে এই ওনার্স এসোসিয়েশনের একটি আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
যাতে সর্বসম্মতিক্রমে নজরুল ইসলাম সেলিম (রেড চিলিস্ রেস্টুরেন্ট) কে আহব্বায়ক এবং যুগ্ন আহব্বায়ক ৩ জন যথাক্রমে জি এম সাকলাইন বিটুল (ম্যাক্স মোটেল), নাহিদুজ্জামান নিশাদ (রোচাস্ রেস্টুরেন্ট), এস এম দেলোয়ার হোসেন (ক্যাসেল সোয়াদ) এবং কোষাধ্যক্ষ হিসেবে মো: ফজলে রাব্বি (বার বি কিউ রেস্টুরেন্ট) কে মনোনিত করা হয় সভায়। এছাড়াও ১৮ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আব্দুুল হামিদ মিটুল (সেঞ্চুরি মোটেল), মোস্তফা হাসান সাদিক (সেফওয়ে মোটেল), জুয়েল বাবু (লুক এ্যাট মি), আব্দুল বাছেদ (ক্যাফে বার বি কিউ), মো: ইমরান (রোজ ভ্যালি), শাহনাজ ইসলাম (শখ), তাহমিনা পারভিন শ্যামলী (ম্যান্ডোলিন ক্যাফে), ফজিলাতুন্নেছা ফৌজিয়া (বগুড়া রিজেন্সি), জিয়াউল হক জিয়া (হাঙ্গরি হুক), সাখাওয়াত হোসেন শিপন (হোটেল কাউড), রাশেদুল ইসলাম (হোটেল স্কাই গার্ডেন), হাবিব আহম্মেদ (ইউ টি আই), ডা: শাহানুর রহমান (চিটাগাং নূর মোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট) প্রমুখ। পর্যায়ক্রমে সকল হোটেল এবং মোটেল মালিকদের এই এসোসিয়েশনে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে দ্রুততম সময়ে সকলের সাথে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান নবগঠিত আহব্বায়ক কমিটির সিনিয়ার যুগ্ম আহব্বায়ক জি এম সাকলাইন বিটুল এবং কোষাধ্যক্ষ ফজলে রাব্বী।