জয়পুরহাট র্যাব-৫ জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর (নদীরধার) এলাকা মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০১ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আশকোর উদ্দিনের ছেলে বাবুল (৪৫) ও জয়পুরহাট সদর উপজেলার জামালপুর এলাকার আঃ জলিলের ছেলে সুমন (২৫)।
ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার এনামুল হক বলেন রবিবার দুপুরে রতনপুর নদীর ধারে বাবুলের বাড়িতে মাদক বেচাঁকেনা হচ্ছে এমন গোপন সংবাদে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সুমনকে আটক করে তার মটরসাইকেল তল্লাসী করে সীটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ফেন্সিডিল পাওয়া যায়। পরে সুমনের দেওয়া তথ্য মতে বাবুলের বাড়িতে মুরগী পালনের সেটে মাটির নিচে পুতে রাখা পলিথিনে মুড়িয়ে রাখা ফেন্সিডিল উদ্ধার করা হয়।মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়।