“মানুষ.. মানুষের জন্য.. জীবন জীবনের জন্য.. একটু সহানূভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু ! হ্যাঁ সমাজের কিছু মানুষ এখনো রয়েছে যারা বিপদে নিজের সবটুকু দিয়ে মানুষের পাশে দাড়াঁয়, সাহায্য-সহানুভূতির মাঝে অসহায়, দুঃস্হ মানুষের পাশে সমাজের অনেকেই দাড়াঁয় বিশেষ করে এ ভয়াবহ কোভিড-১৯ (করোনা ভাইরাস)সংক্রমনের সংকট কালীন সময়ে কেউ নীরবে আবার কেউ প্রকাশ্যে সহযোগিতা করে যাচ্ছে অসহায়, দুঃস্হ, প্রতিবন্ধী, কর্মহীন, ঘর বন্দী মানুষদের।
এ সংকট কালীন সময়ে আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকা কিছু মানবিক মানুষের মধ্যে অন্যতম একজন মানুষ হলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক৷ তিনি অতীতের মতো এখনো মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমনের এ সংকট কালীন সময়ের শুরু থেকে অসহায়, দুঃস্হ, কর্মহীন, শিশু, প্রতিবন্ধী এবং ঘর বন্দী মানুষের পাশে দাড়িয়েছেন, কখনো নিজের উদ্যোগে কখনো অন্যদের সহযোগীতায় তিনি পিপিই, মাস্ক,হ্যান্ড স্যানিটাইরাজার, নগদ টাকা, শিশু খাদ্য, রান্না করা খাবার, চাউল, আটা, আলু’র মতো খাদ্য সামগ্রী বিতরন করেছেন। অনুসন্ধান করে জানা গেছে, পার্বতীপুরের বিভিন্ন এলাকার শত শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন তিনি৷ ধর্মীয় কাজে নিজের জমি পুকুর দান করে দিয়েছেন৷
জানা গেছে করোনা ভাইরাস সংক্রমনের শুরুতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইরাজার, সাবান, পিপিই বিতরন করা ছাড়াও অসহায়,দুঃস্হ, কর্মহীন, ঘর বন্দী পরিবারের মাঝে চাউল, আটা, আলুর মতো খাদ্য সামগ্রী বিতরন করেন । এ ছাড়াও বিভিন্ন এলাকায় শিশুদের মাঝে বিতরন করেন শিশু খাদ্য, ক্ষুধার্ত পরিবারের মাঝে বিতরন করেন রান্না করা খাবার৷ তিনি স্হানীয় প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেনীর অসহায় মানুষদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরন করেন।
পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকে আজ অবধি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে সাধ্য অনুযায়ী মানুষ কে সহযোগিতা করার পাশাপাশি সরকারী ও বিভিন্ন সংস্হা কতৃক প্রদত্ত ত্রান সামগ্রী অসহায়, দুঃস্হ, প্রতিবন্ধী, কর্মহীন, ঘর বন্দী এবং শিশুদের মাঝে বিতরন করছেন৷
তাঁর ভাষায়, যত দিন পর্যন্ত বেঁচে থাকি তত দিন পর্যন্ত মানুষের সেবায় নিজেকে উজাড় করে দিবো৷ আমার সাধ্য অনুযায়ী আমি মানুষ কে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি এবং আজীবন করবো ইনশাল্লাহ্৷