পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ বলেছেন, প্রত্যেক মানুষের সচেতনতার মাধ্যমে পরিকল্পিত পরিবার গড়ে তোলা সম্ভব। সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একটি সুখী পরিবার গড়ে তোলা যায়।সমন্বিত উন্নয়ন সংস্থা (আইডিও) বগুড়ার আয়োজনে রবিবার সকালে শহরের ফুলদিঘী এলাকায় সংস্থার নিজস্ব কার্যালয়ে প্রায় অর্ধশতাধিক মানুষের উপস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং প্রচারণামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বাল্যবিবাহকে রুখে দিয়ে জন্মের পর থেকেই নব্যজাত শিশু ও মা’র স্বাস্থ্যের যত্নে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহবান জানান। সংস্থার নির্বাহী পরিচালক মিনারা বেগম মিনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর জব্বার, শহর প্রকল্প কর্মকর্তা নুরুল ইসলাম, শাজাহানপুর উপজেলার আইসিটি সহকারি প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান লিমন, বিশিষ্ট শিশু ও যুব সংগঠক সঞ্জু রায় এবং আতিকুর রহমান। উল্লেখ্য, সমন্বিত উন্নয়ন সংস্থা ২০১৬ সাল থেকে সরকারি নিবন্ধন গ্রহণের মাধ্যমে এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মানন্নোয়নে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, আইজিএ বিষয় এবং প্রশিক্ষণ প্রদান সহ নানা ধরণের সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। সেই সাথে হাজেরা স্মৃতি পাঠাগার ও মিনা গণ উন্নয়ন গ্রন্থাগারের মাধ্যমে এলাকায় বইপ্রেমী গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সংস্থাটি।