logo
আপডেট : ২৩ জুন, ২০১৯ ২০:৫৫
রাজীবপুরে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রাজীবপুর ও রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজীবপুরে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামের রাজীবপুর উপজলা আ’লীগর উদ্যোগে দলটির ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ নানা দিনব্যাপি নানা কর্মসুচী পালন করা হয়েছে।আজ রবিবার সকাল  দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তালনর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়।পরে জন্ম দিনের কেক কাটার পর দলীয় কার্যালয় থেকে  একটি আনদ শাভা যাত্রা উপজেলা শহরে প্রদক্ষিন কর।

দুপুরের দিকে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজলা আ’লীগর সভাপতি আব্দুল হাই সরকারর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখন, সাবক উপজলা চয়ারম্যান ও উপজলা আ’লীগর সাধারণ সম্পাদক শফিউল আলম, সাবক সভাপতি অধ্যাপক সবুর ফারুকী, মশিউর রহমান রতন, উপজলা যুবলীগর সভাপতি আজিবর রহমান, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সোহাগ, সাবক ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম বাবু,ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সভাপতি  মুরাদ মিয়া প্রমুখ।