বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৩শে জুন আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল ৯টায় একটি র্যালী বের হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছবি, স্বপন চন্দ্র মহন্ত, মোরশেদুল বারী, নাজমুল হুদা, শামীম শেখ, আফজাল হোসেন, সোহেল রানা সোহাগ, মিজানুর রহমান মাছুম, একরাম হোসেন, শাহজাহান আলী সাজু, জালাল উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমআর জামান রাসেল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক ও ছাত্রলীগ নেতা শুভ আহম্মেদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।