জয়পুরহাটের পাঁচবিবিতে আ.লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও শহীদ পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ সোমবার বিকেলে ৪ টায় নাকড়ুগাছি হঠাৎপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে পৌর আ.লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতি এসকে হক। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। বিশেষ অতিথি জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা নন্দনাল পার্শী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরী, পৌরসভার কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু ও পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক জিহাদ মন্ডল প্রমুখ।
শেষে (১৯৭১ হতে ১৯৭৫ সাল) শহীদ পরিবারের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।