logo
আপডেট : ২৪ জুন, ২০১৯ ২০:১৫
শিবগঞ্জে বসত বাড়িতে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শিবগঞ্জে বসত বাড়িতে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা

শিবগঞ্জ সদর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।জানা যায়, বগুড়া’র শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আব্দুল বাহাপুর বালা হাটখোলা গ্রামের মৃত রমজান আলীর ছেলে রোস্তম আলী (৬৮) এর বাড়িতে হত্যার উদ্দেশ্যে আগুন লাগিয়ে দেওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।গতকাল গভীর রাতে কে বা কারা বাড়ির একমাত্র বাহির হওয়ার গ্রিলের দরজা রশি দ্বারা শক্ত করে বেধে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। প্রথমে তারা ঘরের পার্শ্বে রাখা খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে আগুন তীব্র গতিতে বাড়ির টিনের চালায় লাগলে বাড়িতে থাকা রোস্তম আলী ও তার স্ত্রী হাসনা বিবি আত্ম চিৎকার শুরু করে।

২২ জুন শনিবার রাত ৩টার দিকে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানায়, গ্রামের মধ্যেই কে বা কারা শত্রুতা করে এর আগে তার পুকুরের মাছ গ্যাস ট্যাবলেট দিয়ে নিধন করেছে। এলাকাবাসী ধারনা করছে, গ্রামের মধ্যেই কেউ জমি জমার শত্রুতার জের ধরে এ আগুন ধরিয়ে দিয়েছে। অসহায় রোস্তম আলীর ১ ছেলে নিয়ামতপুর বিশ্ববিদ্যালয়ে কলেজে শিক্ষকতা করে, ১ মেয়ের বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে থাকে। বৃদ্ধ রোস্তম আলী স্ত্রী নিয়ে একাই বাড়িতে থাকে। এই সুযোগে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে আগুন লাগিয়ে দিয়েছিল। এ ঘটনায় শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার ঘটনার সত্যতা প্রকাশ করেন। এ ঘটনায় রোস্তম আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।