২৪ জুন সোমবার দুপুর ২টায় আনসার ও ভিডিপি’র নবাগত রংপুর রেঞ্জ পরিচালক এ কে এম জিয়াউল আলম কর্তৃক কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি নবনির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ফলক উম্মেচন করেন। এরপর তিনি আনসার কমান্ডার প্রশিক্ষণ কোর্স, বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ও মোবাইল ফোন সেট মেরামত ও বেক্ষণাবেক্ষণ কোর্সের মোট ১৮০ জন প্রশিক্ষণার্থীর সাথে মত বিনিময় করেন। অবশেষে তিনি বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম, সার্কেল অ্যাডজুটান্ট মোঃ তৌহিদ উজ জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, উপজেলা প্রশিক্ষক মোঃ মাইদুল ইলাম মুরাদ, ব্যাটালিয়নের পিসি মোঃ বেল্লাল, হাবিলদাল মজিবুর রহমান, মনিটরিং মাঠকর্মী স্বপন খান।