logo
আপডেট : ২৫ জুন, ২০১৯ ১২:৪৩
পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ১০ম মৃত্যুবার্ষিকী আজ
অনলাইন ডেস্ক

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

মাইকেল জ্যাকসন। পপ সম্রাট খ্যাত এই সঙ্গীতশিল্পীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ ২৫ জুন। ২০০৯ সালের এই দিনে ৫০ বছর বয়সে মারা যান তিনি।

মার্কিন এই শিল্পী একাধারে গীতিকার, নৃত্যশিল্পী, অভিনেতা, সমাজসেবক ও ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকান একটি পরিবারে জন্ম হয়েছিল মাইকেল জ্যাকসনের। মাইকেলের বাবার নাম জোসেফ ওয়াল্টার জ্যাকসন। জ্যাকসন পরিবারের ৭ম সন্তান মাইকেল।

মাইকেল জ্যাকসন ১৯৭১ সালে মাত্র ১৩ বছর বয়সে একক ক্যারিয়ার শুরু করেন। বেশ কিছু হিট অ্যালবাম বের করেন। তবে তাকে তারকাখ্যাতি এনে দেয় ১৯৮২ সালের ‘থ্রিলার’ অ্যালবামটি। আর এই অ্যালবামের ব্যবসায়িক সাফল্য এক নতুন রেকর্ড সৃষ্টি করে।

সঙ্গীতের পাশাপাশি নৃত্য পরিবেশনায় তার এক নতুন আঙ্গিকের অসামান্য কলাকৌশল মুগ্ধ হয়েছিলেন অসংখ্য শ্রোতা-দর্শক। তিনিই একমাত্র পপ ও রক অ্যান্ড রোল সঙ্গীতশিল্পী যিনি ‘ড্যান্স হল অব ফেম’-এ ভূষিত হন।

১৯৫৮ সালের ২৯ আগস্ট ইন্ডিয়ানার গ্যারি শহরে এক আফ্রো-অ্যামেরিকান পরিবারে তার জন্ম। ২০০৯ সালের ২৫ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫০ বছর বয়সে লস এঞ্জেলেসে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।