logo
আপডেট : ২৫ জুন, ২০১৯ ২০:০০
মহসিনের ভর্তির দায়িত্ব নিলো মেজর মাহবুব আলম
সিংড়া প্রতিনিধি

মহসিনের ভর্তির দায়িত্ব নিলো মেজর মাহবুব আলম

টাকার অভাবে দিনমজুরের ছেলে মহসিন এইচএসসিতে ভর্তি হতে পারছে না এমন সংবাদ ফেসবুকে দেখে মহসিনের  ভর্তির দায়িত্ব নিয়েছে সিংড়া দীপ মেডিকেল সার্ভিসেস এর চেয়ারম্যান মেজর মাহবুব আলম। তিনি বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত আছেন।তাঁর বাবা একজন বীর বিক্রম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন, দেশের প্রতি মমত্ববোধ এবং দেশপ্রেমিক সেনা অফিসার হিসেবে মানবতার সেবায় নিয়োজিত রেখেছেন।

দীপ মেডিকেলের ডাক্তার মেজর মাহবুব আলমের স্ত্রী ফারজানা রহমান দৃষ্টি জানান, দরিদ্র পরিবারের সন্তান সিংড়া উপজেলার মহিশমারী গ্রামের মহসিনের ভর্তির দায়িত্ব আমরা নিয়েছি। তাঁর সাথে আমাদের কথা হয়েছে। তাঁর পাশে দাঁড়াতে চাই।তিনি আরো বলেন, দীপ মেডিকেল সার্ভিসেস এর চেয়ারম্যান আমার স্বামী মেজর মাহবুব আলম তাঁর ইচ্ছেয় তাঁকে সহযোগিতা করা হচ্ছে। তিনি মানবতার পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তাছাড়া আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয় এর আত্নীয় হিসেবে তিনি মানবতার কাজে সব সময় কাজ করেন এবং মানুষকে অনুপ্রাণিত করেন।