আপডেট : ২৬ জুন, ২০১৯ ১৪:৩৫
সিংড়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষনা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৯ লক্ষ ৭৩ হাজার ১৪১ টাকা। বাজেটে ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৯১লক্ষ ৫৮ হাজার ৫০০ টাকা। বাজেটে স্থিতি ধরা হয়েছে ৩ কোটি ১৮ লক্ষ ১৪ হাজার ৬৪১ টাকা।
আজ বুধবার দুপুর ১২ টায় পৌর কনফারেন্স রুমে উন্মুক্ত বাজেট ঘোষনা করেন, সিংড়া পৌরসভার সচিব আব্দুল মতিন।
সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর দেদার হায়াত বেনু, শিক্ষাবিদ সন্তোষ কুমার সাহা, রাজেন্দ্র প্রসাদ সাহা, নাজিম উদ্দীন, শিক্ষক পারভিন আক্তার,
রবীন্দ্র গবেষক প্রফেসর, ড. আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ প্রমূখ। উপস্থিত ছিলেন, বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সূধিজন।