logo
আপডেট : ২৬ জুন, ২০১৯ ১৪:৪৪
মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় র‌্যালী
ষ্টাফ রিপোর্টার

মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় র‌্যালী

মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বগুড়ায় র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়া যৌথভাবে এ কর্মসূচী পালন করে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাদক বিরোধী একটি র‌্যালী বের হয়। র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টিটু মিলনায়তনে এসে শেষ হয়। র‌্যালীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সরকারী- বেসরকারী স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

এর আগে মাদকবিরোধী র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ। পরে শহরের টিটু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, সিভিল সার্জন ডা: গওসুল আজিম চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক দিলারা রহমান সহ আরো অনেকে। সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।