পঞ্চগড়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো’র লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর সহযোগিতায় বেসরকারী কনসালটিং ফার্ম মার্কস কর্পোরেশন ওই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান। রিপোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম ও সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার জিয়া উদ্দীন। সভায় স্কুল শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
এদিকে একই বিষয়ের ওপর উদ্বুদ্ধকরণ সভা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাতেও অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান। রিপোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর ও সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার জিয়া উদ্দীন। সভায় স্কুল শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন