logo
আপডেট : ২৫ জুন, ২০২০ ১৫:২৫
পঞ্চগড়ে ব্ল্যাক বেঙ্গল ছাতের ছাগলের মেলা
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে ব্ল্যাক বেঙ্গল ছাতের ছাগলের মেলা

পঞ্চগড়ে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস ওই মেলার আয়োজন করে।

আজ বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস মাঠে ওই মেলা অনুষ্ঠিত হয়। সকালে বর্ণাঢ্য র‌্যালীর পর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।

সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী ও ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক।

মেলায় সদর উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌর এলাকার ছাগল খামারীরা তাদের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল নিয়ে মেলায় হাজির হয়। মেলা শেষে আদর্শ ছাগল খামারী হিসেবে হাড়িভাসা ইউনিয়নের গইছপাড়া গ্রামের হাফিজুল ইসলাম ও চাকলাহাট ইউনিয়নের কহরুহাট গ্রামের আবু শাহীনকে প্রথম ও দ্বিতীয় পুরস্কার হিসেবে এলইডি টিভি তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিরা।