মিশরের সিনাই উপদ্বীপে জঙ্গিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাত পুলিশ কর্মকর্তা এবং চার জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে মন্ত্রণালয়টির এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স।
মন্ত্রণালয়টি জানায়, মঙ্গলবার আরিশ শহরের দক্ষিণপশ্চিমে অবস্থানরত পুলিশের ওপর জঙ্গিরা হামলা করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। গ্রুপটির আমাক সংবাদ সংস্থার এক বিবৃতি অনুসারে, গ্রুপটি আরিশে অবস্থানরত নিরাপত্তা বাহিনীর ওপর একযোগে হামলা চালিয়েছে।
দেশটির নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র জানায়, জঙ্গিরা শহরটির চারটি জায়গায় হামলা করে। তারা এক্ষেত্রে ১০টির বেশি চার-চাকার যানবাহন ব্যবহার করে।
সিনাই উপদ্বীপে কয়েক বছর ধরে ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে মিশরের নিরাপত্তা বাহিনী। গত বছরের ফেব্রুয়ারি মাসে এখানে তারা একটি জঙ্গিবিরোধী প্রচারণা শুরু করে।
মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই মাসের শুরুতে উত্তর সিনাইয়ের একটি চেকপয়েন্টে হামলা চালিয়ে আট নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করে জঙ্গিরা।