ভারতের হরিয়ানা কংগ্রেসের মুখপাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সকালে দিল্লির কাছাকাছি এক এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা কংগ্রেস নেতা বিকাশ চৌধুরীকে (৩৮) লক্ষ্য করে ১০টিরও বেশি গুলি ছোঁড়ে। ফরিদাবাদের সেক্টর ৯ এর একটি শরীরচর্চা কেন্দ্র থেকে বের হচ্ছিলেন তিনি। এ সময়ই হামলা চালানো হয়।
পুলিশ জানায়, একটি মারুতি সুজুকি এসএক্স৪ গাড়িতে চড়ে ৪ জন হামালাকারী আসেন। তারা বিকাশকে ১০টিরও বেশি গুলি করেন।
হরিয়ানা কংগ্রস প্রেসিডেন্ট অশোক তানওয়ার এ ঘটনার জেরে রাজ্য সরকারের ওপর ক্ষোভ ঝেরেছেন। তিনি বলেন, এখানে জংলীদের রাজ চলছে। আইনের প্রতি কারো ভয় নেই। গতকালও একই ধরনের ঘটনা ঘটেছে। এক নারী তাকে উক্তত্যের প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাত করা হয়। এসব ঘটনার তদন্ত হওয়া উচিত।
নিহত বিকাশ চৌধুরী সম্প্রতি ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি) থেকে কংগ্রেসে যোগ দিয়েছিলেন।
সূত্র: এনডিটিভি