logo
আপডেট : ২৮ জুন, ২০১৯ ১৫:২৯
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

বগুড়া সদর ও দুপচাচিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার ভোরে বগুড়া ২য় বাইপাস সড়কের সাবগ্রাম এলাকায় বিকল হয়ে থেমে থাকা একটি ট্রাককে আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। এ দুর্ঘটনায আহত হয় আরো ২জন।     

পুলিশ জানায়, বগুড়া সাবগ্রাম বড়িয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে কাঁঠাল বোঝাই একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় তা মেরামতে মিস্ত্রিসহ ট্রাকটির চালক ও সহকারী কাজ করছিলো। ভোর পাঁচটা নাগাদ পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী পাথর বোঝাই একটি ট্রাক থেমে থাকা ট্রাকটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২জনের। এরা হলেন মিস্ত্রি ও পাথর বোঝাই ট্রাকের সহকারী। এ ঘটনায় আহত হন আরো ২ জন। ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় নিহতদের মধ্যে একজনের নাম আলামিন তার বাড়ি গাইবান্ধা  পলাশবাড়ী এবং আরেকজন গাড়ির মিস্ত্রি বিপ্লব তার বাড়ি বগুড়াতে।

অপরদিকে জেলার দুপচাচিয়াতে একটি সিএনজি কে ট্রাক ধাক্কা দেয়। এতে সিএনজি চালক হাসান ঘটনাস্থলেই মারা যায়।