বগুড়ার নন্দীগ্রামে পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম পি. ই. পি এর প্রকল্প নন্দীগ্রাম আইডিপি এর উদ্দ্যেগে ৬০টি পরিবারের মাঝে ১টি করে আমরুপালী গাছের চারা বিতরণ করা হয়।
শনিবার বেলা ১১টায় আইডিপি অফিসের বেলঘড়িয়া সাব সেন্টারে এ গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আইডিপির জেলা মাঠ সমন্বয়কারী মো: আব্দুল লতিফ, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: ফজলুর রহমান, সাংবাদিক আখতার হোসেন দুলাল, উপজেলা মাঠ সমন্বয়কারী মো: আব্দুল লতিফ প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ফলের গাছ পরিবেশের জন্য অনেক উপকারী। আমাদের বাডির আশেপাশে ও পতিত জমিতে বেশি পরিমানে ফলের গাছ লাগাতে হবে। আমরা যদি একটি গাছ কাটি তাহলে যেনো তার ক্ষতি পুষিয়ে নিতে আরো ১০টি গাছের চারা রোপন করি। শেষে তিনি সবাইকে গাছ লাগাতে উৎসাহিত করেন।