logo
আপডেট : ২৮ জুন, ২০১৯ ১৭:৪১
বিশ্বকাপের পরেও ওয়ানডে খেলবেন মাশরাফি
অনলাইন ডেস্ক

বিশ্বকাপের পরেও ওয়ানডে খেলবেন মাশরাফি

এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে, ইংল্যান্ড বিশ্বকাপই হতে যাচ্ছে মাশরাফি বিন মুর্তজার শেষ ওয়ানডে বিশ্বকাপ। বাতাসে গুঞ্জন রয়েছে যে, বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে রাজনীতিতে পরিপূর্ণ মনোনিবেশ করবেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি। কিন্তু সম্ভবত আরও কিছুদিন দীর্ঘায়িত হতে যাচ্ছে দেশের জনপ্রিয় এই অধিনায়কের ক্যারিয়ার। ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে দেওয়া এক সাক্ষাতকারে তিনি নিজেই বলেছেন সেই সম্ভাবনার কথা।

বাংলাদেশকে ক্রিকেট শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার কাণ্ডারী মাশরাফি এক যুগেরও বেশি সময় ধরে খেলছেন জাতীয় দলের হয়ে। তার নেতৃত্বে সবচেয়ে বেশি সফলতা পেয়েছে বাংলাদেশ। ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাতকারে ম্যাশ এবার বলেছেন, 'এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে অবসর নিয়ে ভাবছি না। আমি খেলা ছাড়ছি না। ওয়ানডে খেলে যাব। বোর্ড থেকে কোনো নির্দেশনা এলে আলাদা কথা। তবে ব্যক্তিগতভাবে আমার আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার চিন্তা নেই।'

৩৬ বছর বয়সী মাশরাফি আরও বলেন, 'অবশ্যই এটা আমার শেষ বিশ্বকাপ। তবে বিশ্বকাপ শেষে অবসর নিচ্ছি না। এ মুহূর্তে এটি নিয়ে ভাবতেও চাই না, বিশেষ করে যেহেতু টুর্নামেন্ট এখনও চলছে। এটি ক্ষতির কারণ হতে পারে। এমন সময় মানুষ আবেগী হয়ে পড়ে। তবে বোর্ড যদি চায়, তাহলে এটা নিয়ে আমাকে ভাবতে হবে।'

এদিকে বিসিবির চিন্তা হলো, মাশরাফি নিজে থেকে অবসর না নিলে বোর্ড কোনো আপত্তি করবে না। বিসিবির মিডিয়া কমিটির প্রধান ও পরিচালক জালাল ইউনুস এ বিষয়ে গণমাধ্যমকে জানান, 'মাশরাফি অবসরের ব্যাপারে বোর্ড কিছু বলবে না। তিনি এখন দলনেতা। তিনি যদি মনে করেন খেলা চালিয়ে যাবেন, তাতে বোর্ড সায় দেবে। আবার তিনি যদি অবসর নিতে চান, সেটিতেও বোর্ড বাধা দেবে না।'