শুক্রবার বিকেলে বগুড়ার কাহালুর বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আয়োজনে মালঞ্চা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মরহুম নজরুল ইসলাম নান্টুর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাহালু পৌরসভার মেয়র ফরিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কাহালু পৌর বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন ফকির, কাহালু ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও বগুড়া জেলা যুবদলের সাবেক সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান, কাহালু ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিনুর ইসলাম, কাহালু সদর ইউ পির সদস্য জাফউল্ল্যাহ ফিটু, সাবেক সদস্য লোকমান আলী, কাহালু পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান বাবু, আব্দুল করিম, কাহালু পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবদলনেতা জালাল, পলাশ, মামুন, কুদ্দুস, ছাত্রদলনেতা রাকিব, হাবিব, শাওন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মিলাদ মাহফিল পরিচালনা করেন কাহালু রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম হাফেজ আফসার আলী।