আপডেট : ২৯ জুন, ২০১৯ ১২:২৯
মেধাবী ছাত্র আফতাবের দায়িত্ব নিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
সিংড়া (নাটোর) প্রতিনিধি
মেধাবী ছাত্র মোঃ আফতাব হোসেন সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যায়নরত। আফতাবের লেখাপড়ার ব্যয় নির্বাহের জন্য তার দরিদ্র পিতা মোঃ জমশেদ আলী কে ৪২ হাজার টাকা মূল্যের একটি রিক্সা উপহার দিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
শুক্রবার বিকেলে তাঁর নিজ বাসার সামনে ঐ পরিবারের সদস্যদের উপস্থিতিতে রিকসা উপহার দেন।
এর আগে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর টাকাও মন্ত্রী পলক দিয়েছিলেন। আফতাবের বাড়ি লালোর ইউনিয়নের লাল গ্রামে বলে জানা গেছে।