logo
আপডেট : ২৯ জুন, ২০১৯ ২০:৫৪
ভবিষ্যৎ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : দুদক বিভাগীয় পরিচালক
সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার

ভবিষ্যৎ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : দুদক বিভাগীয় পরিচালক

দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বে যারা থাকবে তাদের এখন থেকেই দুর্নীতি বিরোধী মনোভাব গঠনের মাধ্যমে গড়ে তুলতে হবে। দুর্নীতি তাদের মাঝে বিস্তার করার আগেই এটিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

’সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ স্লোগানে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ায় আয়োজনে শনিবার বগুড়ার শেরপুর পল্লী উন্নয়ন একাডেমীতে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। প্রধান অতিথির বক্তব্যে কর্মশালায় তিনি আরো বলেন, প্রত্যেককে নিজের পরিধি থেকে স্ব-স্ব দায়িত্ব পালনে স্বচ্ছ হতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। দিনব্যাপী কর্মশালায় উপস্থিত বগুড়ার ১২ টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক প্রতিনিধি এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত দুদক বিভাগীয় পরিচালকের পাশাপাশি সততা সংঘের গঠন ও কার্যপ্রণালী, দুর্নীতি দমনে প্রশাসন ও দুদকের ভূমিকা এবং সততা ষ্টোর পরিচালনার পদ্ধতি এই ৩ টি বিষয়ে বিস্তর আলোচনা করেন বগুড়া জেলা প্রশাসকের প্রতিনিধি স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক মো: মনিরুজ্জামান।

এছাড়াও দিনব্যাপী কর্মশালায় দুদকের পক্ষে উপস্থিত ছিলেন বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম, উপ-সহকারী পরিচালক সুদীপ চৌধুরী, সহকারি পরিদর্শক মাহবুবুর রহমান প্রমুখ। বর্তমান প্রজন্মকে বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদেরকে সততার চর্চা করার মাধ্যমে দুর্নীতিমুক্ত রাখতে কর্মশালায় সকলের সহযোগিতা কামনা করা হয়। পরিশেষে দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম কর্মশালায় উপস্থিত সকলের হাতে দুদক চেয়ারম্যান স্বাক্ষরিত সনদপত্র তুলে দেন।