logo
আপডেট : ১৫ মে, ২০১৯ ২১:৫০
সুরক্ষিত থাকতে এখনই WhatsApp আপডেট করবেন কীভাবে?
অনলাইন ডেস্ক

সুরক্ষিত থাকতে এখনই WhatsApp আপডেট করবেন কীভাবে?

বিশ্বব্যাপী 150 কোটির বেশি গ্রাহক WhatsApp ব্যবহার করেন। সম্প্রতি এই মেসেজিং অ্যাপ এর সুরক্ষায় গাফিলতি ধরা পরেছে। হ্যাকাররা খুব সহজেই WhatsApp  ভয়েস কল এর মাধ্যমে গ্রাহকের ফোনে ম্যালওয়্যার ঢুকিয়ে দিচ্ছে। গ্রাহক ফোন না ধরলেও সহজেই এই কাজ করে কল লগ থেকে সেই নম্বর ডিলিট করে দিচ্ছে হ্যাকাররা। ফলে কোন ভাবেই ম্যালওয়্যার ঢুকেছে কী না জানা যাচ্ছে না।

তবে চিন্তার কোন কারন নেই। এই সমস্যা থেকে বাঁচতে ইতিমধ্যেই নতুন আপডেট পাঠিয়েছে WhatsApp। Android ও iOS সব গ্রাহককেই এই আপডেট ইনস্টল করার পরামর্শ দিয়েছে মার্কিন মেসেজিং কোম্পানিটি। কীভাবে এই আপডেট করবেন বুঝতে পারছেন না? নিজের ফোনে WhatsApp আপডেট ইনস্টল করার উপায় জেনে নিন।

iPhone গ্রাহক

iPhone থেকে App Store ওপেন করুন।

ডান দিকে নীচে আপডেট ট্যাব সিলেক্ট করুন।

আপনার WhatsApp আপডেট না থাকলে WhatsApp এর পাশে একটি ‘আপডেট' বাটন দেখতে পাবেন। আপডেট ইনস্টল করতে এই বাটনে ক্লিক করুন।

WhatsApp আপডেট থাকলে এই বাটন দেখতে পাবেন না। তখন WhatsApp এর পাশে শুধুমাত্র  ‘ওপেন' বাটন থাকবে।

কোনভাবে WhatsApp খুঁজে পেতে অসুবিধা হলে নীচে সার্চ বাটনে ক্লিক করে সহজেই খুঁজে নিতে পারবেন।

এই সমস্যা থেকে বাঁচতে ফোনে WhatsApp  ভার্সান 2.19.51 ইনস্টল থাকতে হবে।

Android গ্রাহক

নিজের Android ফোনে Google Play Store  ওপেন করুন।

বেঁ দিকে উপরে তিনটি দাগে ট্যাপ করুন।

‘'মাই অ্যাপস ও গেমস” সিলেক্ট করুন।

এখানে WhatsApp আপডেট না থাকলে WhatsApp  এর পাশে ‘আপডেট' বাটন দেখতে পাবেন। এই বাটনে ক্লিক করে আপডেট ডাউনলড করে ইন্সটল করুন।

WhatsApp আপডেট থাকলে এই বাটন দেখতে পাবেন না। তখন WhatsApp এর পাশে শুধুমাত্র  ‘ওপেন' বাটন থাকবে।

কোন ভাবে এই তালিকায় WhatsApp খুঁযে না পেলে ডান দিকে উপরে সার্ভ থেকে WhatsApp খুঁজে আপডেট করে নিতে পারবেন।

এই সমস্যা থেকে বাঁচতে WhatsApp ভার্সান 2.19.134 ইনস্টল থাকতে হবে।