logo
আপডেট : ৩০ জুন, ২০১৯ ১৫:১৫
বিরামপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বিরামপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

বিরামপুর উপজেলার সাঁওতাল সম্প্রদায় সমন্বিত ভাবে রবিবার (৩০ জুন) ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করেছে।

উপজেলা আদিবাসি সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে এবং পল্লীশ্রী ইভিপিআরএ প্রকল্পের সহায়তায় উপজেলার সাঁওতাল অধ্যুসিত সোনাজুড়িতে র‌্যালি ও গির্জামাঠে আলেচনা সভা, সাঁওতালদের আদিম শিকারী কৌশল প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সামুয়েল মার্ডির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গির্জার ফাদার মাইকেল ডিক্রুশ, উপজেলা আদিবাসী চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, পল্লীশ্রী ইভিপিআরএ প্রকল্পের সিনিয়র সিডিএস সাইফুল ইসলাম, সিডিএস আরিফুল ইসলাম, সুবাস হাঁসদা, রেজাউল করিম, অজয় কুমার রায়, রত্না রানা প্রমূখ।