আজ রোববার বগুড়ার কাহালু উপজেলার পাইকড়, মুরইল ও জামগ্রাম ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে ৭ জন প্রার্থী উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোঃ আব্দুর রশিদ এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। মুরইল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি আনিছার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুবলীগনেতা আহসান হাবীব, রোস্তম মন্ডল, আনছার আলী, ইয়াকুব আলী প্রমূখ। একই ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেন সমাজসেবক সোহাগ ফকির। এ সময় উপস্থিত মুরইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রুবাইয়েত হাসান (বাদল), আলহাজ্ব আমজাদ আলী, আলহাজ্ব আব্দুল মোমিন, আব্দুস সাত্তার, বকুল হোসেন প্রমূখ। এছাড়াও একই ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেন রাব্বি প্রামানিক সোহাগ)। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব লফিজ উদ্দিন, শফিকুল ইসলাম, দেছার, রেজাউল করিম, জিল্লুর রহমান, আতিক প্রমূখ। জামগ্রাম ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেন আব্দুস সাত্তার শেখ।
এ সময় উপস্থিত ছিলেন জামগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, যুবলীগনেতা আলম শেখ, জাহাঙ্গীর আলম প্রমূখ। এছাড়াও একই ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেন মোশারফ হোসেন ও কছির উদ্দিন প্রামানিক। পাইকড় ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন ৩নং ওয়ার্ডের মরহুম ইউ পি সদস্য নাজমুল হুদা (ডুয়েল) এর পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক সোলাইমান আলী। উল্লেখ্য যে, ০২ জুলাই রিটানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ। ০৯ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং আগামী ২৫ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। কাহালু উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোঃ আব্দুর রশিদ জানান, মুরইল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে শুধুমাত্র ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।