logo
আপডেট : ৩০ জুন, ২০১৯ ২১:০১
কুড়িগ্রামে জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ক কর্মশালা
রাজীবপুর ও রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামে জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ক কর্মশালা

স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উদ্যোগে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার কুড়িগ্রাম সিভিল সার্জন এর সভাকক্ষে ‘রিসার্স ফর ডেভেলপমেন্ট’ নামক বেসরকারি কনসাল্টিং ফার্মের সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগ ওই অনুষ্ঠানের আয়োজন করে।কর্মশলায় কুড়িগ্রাম সদর উপজেলার প্রত্যন্ত এলাকার নারী, উন্নয়নকর্মী ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহন করেন।

অনুষ্ঠানটি  উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম।কর্মশলায় বক্তব্য রাখেন ডিপুটি সিভিল সার্জন ডা: শহীদুল্লাহ লিংকন, স্বাস্থ্য শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল হান্নান,সাংবাদিক হুমায়ন কবীর সূর্য প্রমুখ।কর্মশালায় আলোচকেরা জরায়ু মুখ ও স্তন ক্যান্সারের আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ এবং  আশংকা হলে নিকটস্থ স্বাস্থ কেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ গ্রহন অথবা ভায়া টেস্টের মাধ্যমে আক্রান্ত হয়েছে কিনা তা নির্ণয়ের পরামর্শ দেন।