logo
আপডেট : ৩০ জুন, ২০১৯ ২১:১৪
পোরশায় আগুনে পুড়লো ধানসহ ৩টি দোকান
পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশায় আগুনে পুড়লো ধানসহ ৩টি দোকান

নওগাঁর পোরশায় আগুন লেগে পুড়ে গেছে ধানসহ ৩টি দোকান। আড়তে থাকা ধান ও দোকানে থাকা হার্ডওয়ারের মালামাল ও বিভিন্ন ধরনের কীটনাশক পুড়ে গেছে।জানা গেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউনিয়নের মনোহরপুর মোড়ে অবস্থিত বাবুল আক্তারের ধানের আড়তসহ হার্ডওয়ার ও কীটনাশকের দোকানে আগুন লাগে। ভোরে স্থানীয়রা আগুন লাগা দেখতে পেয়ে ৩টি দোকানের মালিক বাবুল আক্তারকে খবর দেয়। দোকান মালিক বাবুল আক্তার জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে তিনি ধারনা করছেন। এ ঘটনায় আড়তে থাকা প্রায় ৫শ মোন ধান ও নগদ বিশ হাজার টাকাসহ ১৫লক্ষাধীক টাকার হার্ডওয়ারের মালামাল ও কীটনাশক পুড়ে গেছে বলে তিনি জানান।