logo
আপডেট : ৩০ জুন, ২০১৯ ২১:২৭
শেরপুরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

শেরপুরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বগুড়ার শেরপুর উপজেলার দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী রচনা, হামদ-নাত, বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (৩০জুন) দুপুরে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর এহিয়াউল উলুম দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিতরণ অনুষ্ঠান অত্র মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আলীম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাদরাসা সুপার রজব আলী, সহ-সুপার কাজী আলমগীর হোসেন, মাওলানা সোলায়মান আলী, রাশেদুল ইসলাম, আফজাল হোসেন, পরিবেশকর্মী আব্দুর রাজ্জাক নাসিম প্রমুখ। আলোচনাসভা শেষে উপস্থিত সবাই দুর্নীতি না করার শপথ নেন।

পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে একইদিন দুপুরে শেরপুর পৌরশহরের মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুরুপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা খাতুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ, সদস্য সচিব এটিমএম আব্দুস সাত্তার, সহ-সভাপতি সাংবাদিক আইয়ুব আলী, শিক্ষক নজরুল ইসলাম, শামীমা ইয়াসমিন, পারভীন সুলতানা, গোপীনাথ বসাক, রোখসানা জাহান, শ্যাম সুন্দর তালুকদার, নব কুমার প্রমুখ। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিনজন যথাক্রমে সুমাইয়া সুমী, অনামিকা আকতার, জান্নাতুল ফেরদৌসীসহ বিভিন্ন ইভেন্টে জয়ী পনেরজন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা।