logo
আপডেট : ৩০ জুন, ২০১৯ ২১:৪৭
শিবগঞ্জ রায়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন পত্র দাখিল
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শিবগঞ্জ রায়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন পত্র দাখিল

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে রবিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে ৫জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।প্রার্থীরা হলেন, রায়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন মিল্লাত, আওয়ামীলীগ মনোনিত উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ঠিকাদার শফিকুল ইসলাম শফিক, এ্যাড.আঃ রশিদ, নাছিম পারভেজ প্রমুখ। সকাল থেকে উৎসব মুখোর পরিবেশে প্রার্থীরা মনোয়ন পত্র দাখিল করেন। আওয়ামীলীগ প্রার্থী তাজুল ইসলাম এর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু সহ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী শফিকের সঙ্গে ছিলেন উপজেলা যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরিফ সঞ্চয় সহ নেতৃবৃন্দ। অপরদিকে মাঝিহট্ট ইউনিয়নের সংরতি মহিলা আসনের উপ-নির্বাচনে ৩জন প্রার্থী মনোয়ন পত্র দাখিল করেন। উল্লেখ্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর আসনটি শূন্য হয় এবং মাঝিহট্ট ইউনিয়নের সংরতি একটি মহিলা আসনের উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ওই আসনটি শূন্য হয়। আগামী ২৫ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।