logo
আপডেট : ১ জুলাই, ২০১৯ ২০:৩৩
বগুড়ায় পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার

বগুড়ায় পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

বগুড়ায় সোমবার বিকেলে শহরের টেম্পল রোডস্থ সনাতন ধর্ম মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার। আসন্ন জগন্নাথ দেবের রথযাত্রা ও পৌর কমিটির অভিষেক নিয়ে আলোচনায় ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সভায় জেলা কমিটির পক্ষে উপস্থিত থেকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি দিলীপ কুমার দেবসহ জেলা কমিটির নেতা আনন্দ মোহন পাল এবং সাবেক ক্রীড়াবিদ গোপাল তেওয়ারী। পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়ের সার্বিক পরিচালনায় সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা প্রদীপ কুমার প্রসাদ, পৌর কমিটির সহ-সভাপতি যথাক্রমে অতুল কুমার সাহা, গোপাল চন্দ্র পালিত (শংকর), সঞ্জীব প্রসাদ জয়সোয়াল, দিপক রায় দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মিথন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শেখর রায়, প্রচার সম্পাদক নীতি সরকার, দপ্তর সম্পাদক অরুপ রতন শীল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রাজ কুমার সাহা, সাংস্কৃতিক সম্পাদক চন্দন কুমার সহ অনেকে। পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের ১ম সভায় সকল সদস্যদের নিজ নিজ দায়িত্ব ভাগ করে দেওয়ার মধ্য দিয়ে সাফল্যমন্ডিতভাবে আসন্ন রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন এবং জুলাই মাসের মধ্যেই কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।