logo
আপডেট : ১ জুলাই, ২০১৯ ২০:৪২
দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি দোকানের ৬৩হাজার টাকা জরিমানা
ষ্টাফ রিপোর্টার

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি দোকানের ৬৩হাজার টাকা জরিমানা

দুপচাঁচিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আজ সোমবার সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের দুপচাঁচিয়া উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্স সংলগ্ন চিশতী মেডিকেল স্টোর এর ৩০হাজার টাকা ও তোতা মেডিকেল স্টোর এর ৩০হাজার টাকা এবং প্রীতি মেডিকেল স্টোরের ৩হাজার টাকা অর্থাৎ ৩টি দোকানের ৬৩হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও এসএম জাকির হোসেন এ অভিযান পরিচালনা করেন। এসময় অন্যান্য ওষুধের দোকানীরা দোকান বন্ধ করে দ্রুত সটকে পড়ে।ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও এসএম জাকির হোসেন জানান, ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৬৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।