logo
আপডেট : ১ জুলাই, ২০১৯ ২১:০১
হাকিমপুর সরকারী ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের কাস উদ্বোধন
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর সরকারী ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের কাস উদ্বোধন

দিনাজপুরের হাকিমপুর সরকারী ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের কাস উদ্বোধন উপলক্ষে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১২ টায় ডিগ্রী কলেজ হলরুমে ইউএনও আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্কাস আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ। বক্তব্য রাখেন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, বাংলাবিভাগের অধ্যাপক বেনজির রহমান, মহিলা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল হুদা খান, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, সোহরাব হোসেন মল্লিক প্রতাপ, ছদরুল ইসলাম প্রমুখ।