logo
আপডেট : ১ জুলাই, ২০১৯ ২১:০৩
শেরপুরে পৌর কর্র্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি : নাগরিকদের দুর্ভোগ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

শেরপুরে পৌর কর্র্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি : নাগরিকদের দুর্ভোগ

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধার দাবিতে বগুড়ার শেরপুর পৌরসভায় কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ সোমবার (০১জুলাই) সকাল ৯টায় পৌরসভায় সব কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ দপ্তরে তালা লাগিয়ে সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেন। এরপর পৌর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে ওইসব দাবিতে এক সভা করা হয়। এতে বক্তব্য রাখেন পৌরসভার সহকারি প্রকৌশলী শামিম আহম্মেদ, পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের শেরপুর শাখার সভাপতি শুভাশীষ সরকার নান্নু, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ। কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির ফলে এই পৌরসভার নাগরিকদের দুর্ভোগ পোহাতে হয়।