logo
আপডেট : ২৬ আগস্ট, ২০২০ ১৭:০২
পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি রংপুর রোড, গোকুল বগুড়ায় গত মঙ্গলবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। তিনি বলেন, পুন্ড্র নামের সাথে পুরানো স্মৃতি জড়িত রয়েছে, এটা বাঙালীর নাম, বাংলাদেশের নাম। তিনি বর্তমান পরিস্থিতিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাঠদানে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেন। একই সাথে শিক্ষার্থীদের প্রযুক্তির সুবিধা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান।

পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উদ্দীপনের নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুৎ কুমার বসু, টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম প্রমুখ।

এ সময় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ট্রাস্টি বোর্ড সদস্য সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে ব্যক্তি দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়।