মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ ও জাইকা এর সহায়তায় উপজেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ হাই ও লো-বেঞ্চ বিতরণ কর্মসূচী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাই ও লো-বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), রওশন আকতার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রকৌশলী আহসান হাবিব, উপজেলা শিক্ষা অফিসার এস এম সারওয়ার জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প অফিসার মোছাঃ ফারজানা পরভীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
উল্লেখ্য যে, উপজেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪ শত ২০ জোড়া হাই ও লো-বেঞ্চ বিতরণ করা হয়।